পতনেও লেনদেনে বীমার আধিপত্য

- আপডেট: ০৪:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১০৫৪৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৩ জুন) মূল্য সূচকের পতনে লেনদেন কমেছে ৩১২ কোটি টাকা। আজ ডিএসইতে লেনদেন ৩১২ কোটি কমলেও খাতভিত্তিক লেনদেনে শীর্ষ স্থান দরে রেখেছে বীমা খাত। ডিএসইর মোট লেনদেনের ২৭.৬৭ শতাংশ বা ১৭৪ কোটি বীমা খাতের। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ার বাদে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ ও রসায়নসহ সব খাতের শেয়ারের দাম কমেছে। ফলে বড় দরপতন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির বা ১৩.৫ শতাংশ, কমেছে ১২১টির বা ৩৬.৩ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির বা ৫০.২ বা শতাংশ কোম্পানির।
আজ ডিএসইতে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১২ কোটি ৩০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৯৮১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সূত্র মতে, লেনদেনে অংশ নেয়া ৫৫টি বীমা কোম্পানির মধ্যে ১টিরই দর বেড়েছে, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির। এদিন বীমা খাতে মোট লেনদেন হয়েছে ১৭৪ কোটি ২৯ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৭.৬৭ শতাংশ।
এদিন বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্সে। আজ কোম্পানিটির ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির ২১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।
আরও পড়ুন: অস্থায়ীভাবে ইয়াকিন পলিমারের কর্পোরেট অফিস পরিবর্তন
লেনদেনের শীর্ষ তালিকা ছাড়াও দর পতনের শীর্ষ তালিকাতেও বীমা খাতের কোম্পানির আধিপত্য লক্ষ করা গেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শুরুর দর ছিল ৩৬ টাকা। দিন শেষে ২.৯ টাকা কমে ক্লোজিং দর দাড়ায় ৩৩.১ টাকা বা ৮.০৫ শতাংশ।
এছাড়াও ডিএসই দর পতনের শীর্ষ কোম্পানিগুলো মধ্যে বীমা খাতের অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.৩০ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯০ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৮৮ শতাংশ শেয়ারদর কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩০ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ৩০ কোটি ২ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৮ কোটি ১৬ লাখ টাকা বেড়েছে। গত কার্যদিবসে সিএসইতে ৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে ১৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৭১টির দাম।
ঢাকা/এসএ