১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

স্মার্ট সেবা বাড়াতে আইসিটি বিভাগের সঙ্গে ‘আমি প্রবাসী’ অ্যাপের চুক্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৪৩৮ বার দেখা হয়েছে

বিদেশ থেকে প্রবাসীদের টাকা আসবে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে। এর মাধ্যমে স্মার্ট রেমিট্যান্স সেবা পাবেন প্রবাসীরা। অচিরেই এই অ্যাপে স্মার্ট রেমিট্যান্স সার্ভিসটি যুক্ত হবে। স্মার্ট বাংলাদেশ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে জনশক্তি রফতানি খাতে শতভাগ স্মার্ট সেবা নিশ্চিতে সরকারের আইসিটি বিভাগের সঙ্গে কাজ করবে আমি প্রবাসী অ্যাপ কর্তৃপক্ষ।

বুধবার (২১ জুন) রাজধানীর আইসিটি মন্ত্রণালয় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয় এবং আমি প্রবাসী লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আজ থেকে আইসিটি ডিভিশন এবং আমি প্রবাসী একসঙ্গে চুক্তিবদ্ধ হলো। প্রবাসীদের ডাটা ব্যাংক সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ এমন স্মার্ট একটি প্রকল্প নিয়ে কাজ করায় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আমি প্রবাসীকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে এত বেশি ডাউনলোড এবং এত চমৎকার ব্যাবহার উপযোগী অ্যাপ এবং আমার মতে ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য ফাস্টেস্ট গ্রোইং অ্যাপ আমি প্রবাসী।’ আইসিটি ডিভিশনের সঙ্গে ‘আমি প্রবাসী’র মেলবন্ধন প্ল্যাটফর্মটিকে আরও এগিয়ে যাবে ভবিৎষ্যতে প্রবাসীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, মার্কেটপ্লেসসহ আইসিটি ডিভিশন এবং এটুআইয়ের সবগুলো সাপোর্টিভ পোর্টালে ‘আমি প্রবাসী’র সেবাগুলো এন্টিগ্রেটেড করারও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ সরকারি-বেসরকারি অংশীদারিত্বে উভয়পক্ষের সমান দায়িত্ব ও অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘প্রবাসীদের সকল সুবিধা একই প্লাটফর্ম আসতে শুরু করায় অনলাইন সেবা পেতে শুরু করেছে বিদেশগামী কিংবা প্রবাসীরা।’

আরও পড়ুন: আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তন করে: প্রধানমন্ত্রী

সেক্ষেত্রে সেবা প্রদান সহজীকরণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘আমি প্রবাসী’ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও নামির আহমেদ নুরি ‘আমি প্রবাসী’ অ্যাপ এবং ওয়েব পোর্টালের বিভিন্ন ফিচার এবং তার সাফল্য তুলে ধরেন। ‘আমি প্রবাসী’ থেকে প্রাপ্ত বিশাল ডেটা কীভাবে বাংলাদেশ সরকারকে অভিবাসন খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করছে তার স-বিস্তারিত তথ্যও তুলে ধরেন নামির আহমেদ নুরি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

স্মার্ট সেবা বাড়াতে আইসিটি বিভাগের সঙ্গে ‘আমি প্রবাসী’ অ্যাপের চুক্তি

আপডেট: ১২:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

বিদেশ থেকে প্রবাসীদের টাকা আসবে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে। এর মাধ্যমে স্মার্ট রেমিট্যান্স সেবা পাবেন প্রবাসীরা। অচিরেই এই অ্যাপে স্মার্ট রেমিট্যান্স সার্ভিসটি যুক্ত হবে। স্মার্ট বাংলাদেশ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে জনশক্তি রফতানি খাতে শতভাগ স্মার্ট সেবা নিশ্চিতে সরকারের আইসিটি বিভাগের সঙ্গে কাজ করবে আমি প্রবাসী অ্যাপ কর্তৃপক্ষ।

বুধবার (২১ জুন) রাজধানীর আইসিটি মন্ত্রণালয় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয় এবং আমি প্রবাসী লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আজ থেকে আইসিটি ডিভিশন এবং আমি প্রবাসী একসঙ্গে চুক্তিবদ্ধ হলো। প্রবাসীদের ডাটা ব্যাংক সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ এমন স্মার্ট একটি প্রকল্প নিয়ে কাজ করায় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আমি প্রবাসীকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে এত বেশি ডাউনলোড এবং এত চমৎকার ব্যাবহার উপযোগী অ্যাপ এবং আমার মতে ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য ফাস্টেস্ট গ্রোইং অ্যাপ আমি প্রবাসী।’ আইসিটি ডিভিশনের সঙ্গে ‘আমি প্রবাসী’র মেলবন্ধন প্ল্যাটফর্মটিকে আরও এগিয়ে যাবে ভবিৎষ্যতে প্রবাসীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, মার্কেটপ্লেসসহ আইসিটি ডিভিশন এবং এটুআইয়ের সবগুলো সাপোর্টিভ পোর্টালে ‘আমি প্রবাসী’র সেবাগুলো এন্টিগ্রেটেড করারও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ সরকারি-বেসরকারি অংশীদারিত্বে উভয়পক্ষের সমান দায়িত্ব ও অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘প্রবাসীদের সকল সুবিধা একই প্লাটফর্ম আসতে শুরু করায় অনলাইন সেবা পেতে শুরু করেছে বিদেশগামী কিংবা প্রবাসীরা।’

আরও পড়ুন: আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তন করে: প্রধানমন্ত্রী

সেক্ষেত্রে সেবা প্রদান সহজীকরণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘আমি প্রবাসী’ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও নামির আহমেদ নুরি ‘আমি প্রবাসী’ অ্যাপ এবং ওয়েব পোর্টালের বিভিন্ন ফিচার এবং তার সাফল্য তুলে ধরেন। ‘আমি প্রবাসী’ থেকে প্রাপ্ত বিশাল ডেটা কীভাবে বাংলাদেশ সরকারকে অভিবাসন খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করছে তার স-বিস্তারিত তথ্যও তুলে ধরেন নামির আহমেদ নুরি।

ঢাকা/এসএ