পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ইঙ্গিত

- আপডেট: ০১:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সাধারণ নির্বাচন অক্টোবরে যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আগামী মাসে তাঁর সরকার ভেঙে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে শাসনভার হস্তান্তর করা হবে। খবর ডনের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পাকিস্তানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে ১৩ আগস্ট।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নিম্নকক্ষ পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়। নতুন নির্বাচনের আগে ম্যান্ডেটসহ একটি ‘অরাজনৈতিক’ সরকারকে ক্ষমতায় বসানো হয়। তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় নির্বাচন।
শাহবাজ বলেন, গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী হিসেবে জাতি আমাকে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব দেয়। সংবিধান অনুযায়ী ২০২৩ সালের আগস্টে এই দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের কাছে ফিরিয়ে দেব।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধরত সিনিয়র জেনারেলকে বরখাস্ত করল রাশিয়া
২০১৮ সালের ১৮ আগস্ট হওয়া নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পাকিস্তানের রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখে ইমরানও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।
ঢাকা/এসএ