০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ছয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ১০৪২৪ বার দেখা হয়েছে

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইনগুল এলাকায় ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চাকা ফেটে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারীসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাস ও অটোরিকশা সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে। নিহতদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহত ছয়জনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন (৩৯)। তিনি আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্ট্রার এবং অপরজন কোম্পানীগঞ্জের টুকেরবাজার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশাচালক কালন মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস সকাল সাড়ে ৮টার দিকে সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছলে গাড়িটির সামনের ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও নারীসহ চার যাত্রী নিহত হন।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধে আব্দুল মান্নান হাওলাদারসহ চার জনের ফাঁসির আদেশ

গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটি পর্যটক বহনকারী। সিএনজিচালিত অটোরিকশাটি নিবন্ধনহীন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ছয়

আপডেট: ১২:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইনগুল এলাকায় ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চাকা ফেটে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারীসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাস ও অটোরিকশা সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে। নিহতদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহত ছয়জনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন (৩৯)। তিনি আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্ট্রার এবং অপরজন কোম্পানীগঞ্জের টুকেরবাজার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশাচালক কালন মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস সকাল সাড়ে ৮টার দিকে সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছলে গাড়িটির সামনের ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও নারীসহ চার যাত্রী নিহত হন।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধে আব্দুল মান্নান হাওলাদারসহ চার জনের ফাঁসির আদেশ

গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটি পর্যটক বহনকারী। সিএনজিচালিত অটোরিকশাটি নিবন্ধনহীন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/এসএ