সিঙ্গারের আয় বেড়েছে ২৩৭ শতাংশ

- আপডেট: ০৬:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১০৪৭২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে ২৩৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে টাকা পয়সা আয় হয়েছিল ১ টাকা ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা ৩২ পয়সা বা ২৩৭ শতাংশ।
আরও পড়ুন: সামনে আমরা ফ্লোর প্রাইজ তুলে দিতে পারবো: বিএসইসি চেয়ারম্যান
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৩১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা ৫৪ পয়সা বা ১৫৩ শতাংশ।
আরও পড়ুন: সূচকের পতনেও লেনদেনে বীমার আধিপত্য
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৪ টাকা ৮৩ পয়সা।
ঢাকা/টিএ