০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

রমেকে নির্মাণাধীন আইসোলেশন ওয়ার্ডে আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / ১০৩৮৬ বার দেখা হয়েছে

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নির্মাণাধীন আইসোলেশন ওয়ার্ডের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৩ জুলাই) বিকাল সোয়া চারটার দিকে আইসোলেশন ওয়ার্ডের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রমেক হাসপাতালে কর্মরত মশিউর রহমান জানান, আগুন লাগার কথা শুনে আমি আগে এসেছিলাম। বিদ্যুৎ লাইন সব ঠিক আছে। এটা সম্ভবত শ্রমিকদের কেউ হয়ত সিগারেটের আগুন ভালো করে না নিভিয়ে ফেলে যায়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কক্ষের ভিতরে রাখা লিফটের দরজাসহ প্লাস্টিক জাতীয় কিছু সামগ্রী পুড়ে গেছে।

আরও পড়ুন: বিএনপির আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম বলেন, আমাদের দুটি ইউনিট আগুনে নেভাতে কাজ করেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুন লাগার কারণ ও
ক্ষয়ক্ষতি এখনো নিশ্চিত করা যাচ্ছে না।

এ ব্যাপারে জানতে রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

রমেকে নির্মাণাধীন আইসোলেশন ওয়ার্ডে আগুন

আপডেট: ০৬:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নির্মাণাধীন আইসোলেশন ওয়ার্ডের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৩ জুলাই) বিকাল সোয়া চারটার দিকে আইসোলেশন ওয়ার্ডের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রমেক হাসপাতালে কর্মরত মশিউর রহমান জানান, আগুন লাগার কথা শুনে আমি আগে এসেছিলাম। বিদ্যুৎ লাইন সব ঠিক আছে। এটা সম্ভবত শ্রমিকদের কেউ হয়ত সিগারেটের আগুন ভালো করে না নিভিয়ে ফেলে যায়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কক্ষের ভিতরে রাখা লিফটের দরজাসহ প্লাস্টিক জাতীয় কিছু সামগ্রী পুড়ে গেছে।

আরও পড়ুন: বিএনপির আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম বলেন, আমাদের দুটি ইউনিট আগুনে নেভাতে কাজ করেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুন লাগার কারণ ও
ক্ষয়ক্ষতি এখনো নিশ্চিত করা যাচ্ছে না।

এ ব্যাপারে জানতে রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/টিএ