ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

- আপডেট: ০৬:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১০৪১৯ বার দেখা হয়েছে
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্রিকস সম্মেলনের এক ফাঁকে সাক্ষাৎ করেন তারা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এ ছাড়াও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
তাদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, উগান্ডার ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার উপ-প্রধানমন্ত্রী।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন: এগিয়ে এসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মোদি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে কৌশলগত অর্থনৈতিক জোট ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন। ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই সম্মেলন বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ হবে।
ঢাকা/টিএ