০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

মগ থেকে চা-কফির দাগ দূর করার চার উপায়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ১০৪২২ বার দেখা হয়েছে

আমাদের কাজের আগে বা পরে কিংবা আড্ডায়, চা ছাড়া চলেই না । এটি আমাদের ক্লান্তি দূর করে। সারা দিনের মাঝে এক কাপ চা বা কফি উপভোগ করার চেয়ে আরামদায়ক আর কিছু নেই। কিন্তু এক সময় আপনার প্রিয় মগে চায়ের দাগ দেখা দেয়। এই দাগ মুছে ফেলা একটি কঠিন কাজ। এ সব দাগ সহজে মুছতে চায় না। তবে কিছু টিপস রয়েছে, যা দাগ দূর করতে সাহায্য করবে। আপনার প্রিয় মগটি ঝকঝক করবে। এর জন্য আপনার দামি কোনো উপাদানের দরকার নেই। ঘরে থাকা জিনিস দিয়েই দূর করুন চা-কফির কঠিন দাগ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেকিং সোডা

বেকিং সোডা এবং পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি মগের দাগযুক্ত জায়গায় লাগিয়ে নিন। নরম ব্রাশ বা কাপড় ব্যবহার করে আলতো করে ঘষুন। এবার পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এতে দাগও দূর হবে। মগ নতুনের মত ঝকঝক করবে।

ভিনেগার

সমপরিমাণে সাদা ভিনেগার এবং পানি মিশিয়ে নিন। এই মিশ্রণটি সারা রাত মগে ঢেলে রাখুন। এরপর সকালে ভিনেগারের মিশ্রণটি ফেলে দিয়ে ব্রাশ বা কাপড় দিয়ে দাগের ওপর ঘষুন। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

লবণ

মগের যে সব জায়গায় দাগ সেখানে প্রচুর পরিমাণে লবণ ছিটিয়ে দিন। কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে ঘষুন। এটি দ্রুত আপনার মগের দাগ দূর করবে।

আরও পড়ুন: ফ্রিজে রাখা মাছ ডিফ্রস্ট করার পাঁচ উপায়

লেবুর রস

মগের দাগযুক্ত জায়গাতে তাজা লেবুর রস ঘষুন। এটি প্রায় ১৫-৩০ মিনিট রেখে দিন। ব্রাশ বা কাপড়ে ডিশ ওয়াশ মিশিয়ে দাগের ওপর ঘষুন। এরপর মগটি পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মগ থেকে চা-কফির দাগ দূর করার চার উপায়

আপডেট: ০৪:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

আমাদের কাজের আগে বা পরে কিংবা আড্ডায়, চা ছাড়া চলেই না । এটি আমাদের ক্লান্তি দূর করে। সারা দিনের মাঝে এক কাপ চা বা কফি উপভোগ করার চেয়ে আরামদায়ক আর কিছু নেই। কিন্তু এক সময় আপনার প্রিয় মগে চায়ের দাগ দেখা দেয়। এই দাগ মুছে ফেলা একটি কঠিন কাজ। এ সব দাগ সহজে মুছতে চায় না। তবে কিছু টিপস রয়েছে, যা দাগ দূর করতে সাহায্য করবে। আপনার প্রিয় মগটি ঝকঝক করবে। এর জন্য আপনার দামি কোনো উপাদানের দরকার নেই। ঘরে থাকা জিনিস দিয়েই দূর করুন চা-কফির কঠিন দাগ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেকিং সোডা

বেকিং সোডা এবং পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি মগের দাগযুক্ত জায়গায় লাগিয়ে নিন। নরম ব্রাশ বা কাপড় ব্যবহার করে আলতো করে ঘষুন। এবার পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এতে দাগও দূর হবে। মগ নতুনের মত ঝকঝক করবে।

ভিনেগার

সমপরিমাণে সাদা ভিনেগার এবং পানি মিশিয়ে নিন। এই মিশ্রণটি সারা রাত মগে ঢেলে রাখুন। এরপর সকালে ভিনেগারের মিশ্রণটি ফেলে দিয়ে ব্রাশ বা কাপড় দিয়ে দাগের ওপর ঘষুন। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

লবণ

মগের যে সব জায়গায় দাগ সেখানে প্রচুর পরিমাণে লবণ ছিটিয়ে দিন। কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে ঘষুন। এটি দ্রুত আপনার মগের দাগ দূর করবে।

আরও পড়ুন: ফ্রিজে রাখা মাছ ডিফ্রস্ট করার পাঁচ উপায়

লেবুর রস

মগের দাগযুক্ত জায়গাতে তাজা লেবুর রস ঘষুন। এটি প্রায় ১৫-৩০ মিনিট রেখে দিন। ব্রাশ বা কাপড়ে ডিশ ওয়াশ মিশিয়ে দাগের ওপর ঘষুন। এরপর মগটি পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/এসএম