ইবনে সিনা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ০৭:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১০৫৫৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ড্রাস্টি পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ৬০ শতাংশ হারে ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
আজ সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ডের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৯ টাকা ৩৯ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৮ টাকা ০৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৪০ পয়সা।
আরও পড়ুন: শোকাবহ আগস্টের স্মরণে ডিএসই’র বৃক্ষরোপন
গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৬ টাকা ৬৮ পয়সা।
আগামী ২২ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।
ঢাকা/টিএ