পেট্রোলপাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

- আপডেট: ১০:৩৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
পেট্রোলপাম্প মালিকদের একাংশের আহ্বান করা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার পর পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি সৈয়দ সাজিদুল করিম কাবুল ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তার আগে রোববার রাতে রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠক করে অ্যাসোসিয়েশন। বৈঠকে বিপিসির পক্ষ থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেট্রোল পাম্প মালিকদের বিভিন্ন ধরনের দাবি-দাওয়া পূরণের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়। এ আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে পৌঁছেছে: প্রধানমন্ত্রী
এর আগে তিন দফা দাবিতে রোববার থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছিল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ।
সমিতির দাবিগুলো হচ্ছে-
১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।
২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।
৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
(খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
ঢাকা/এমএস