কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

- আপডেট: ১২:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
কুমিল্লা সার্কিট হাউসের নবনির্মিত ৬তলা ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটি রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উদ্বোধন করা দৃষ্টিনন্দন ৬তলা এই ভবনটিতে হল রুম, ভিআইপি স্যুট, ভিআইপি অ্যাসোসিয়েট স্যুট, ভিআইপি রুম, আধুনিক বেডরুম, জিমনেশিয়াম, নামাজের ঘর, রিডিং রুম, কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, এসি, পিএবিএক্স, সিসিটিভি, ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন অ্যান্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন অত্যাধুনিক সুবিধায় নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: এস এ পরিবহনে আগুন লেগে পুড়েছে যেসব পার্সেল
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কুমিল্লা সার্কিট হাউস প্রান্ত থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য মুজিবুল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত, কুমিল্লা জেলার প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছেরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএ