শ্লীলতাহানির মামলায় নওয়াজউদ্দিনকে পুলিশের ক্লিনচিট

- আপডেট: ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১০৩৯৫ বার দেখা হয়েছে
শ্লীলতাহানির মামলায় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার পরিবারের ৪ সদস্যকে পুলিশের ক্লিনচিট নিয়ে আপত্তি জানালেন ‘প্রাক্তন’ স্ত্রী আলিয়া সিদ্দিকী। এই মামলায় মুজাফফরনগর পকসো আদালত আলিয়াকে ৭ অক্টোবর হাজিরা দেয়ার কথা বলেছিল। ওই দিন সেই মামলায় শুনানিতে হাজির হয়ে নওয়াজ ও তার পরিবারকে দেয়া পুলিশি ক্লিনচিটে আপত্তি জানান আলিয়া।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে অতিরিক্ত জেলা সরকারের কৌঁসুলি প্রদীপ বলিয়ান বলেন, ‘এই মামলায় আলিয়া পুলিশ ক্লোজার রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সময় চেয়ে নিয়েছেন। আদালত আলিয়াকে তার আবেদন জমা দেয়ার জন্য ৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। বলা হয়, যদি তিনি পুলিশ রিপোর্টে আপত্তি জানান, তাহলে আদালত পুনঃতদন্ত বা মামলা দায়েরের আদেশ দিতে পারে।’
আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি
প্রসঙ্গত, ২০২০ সালে নওয়াজউদ্দিন এবং তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে তাকে এবং তার মেয়েকে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন আলিয়া। অভিযুক্তদের তালিকায় ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, তার মা মেহরুন্নিসা, ভাই ফয়জুদ্দিন, আয়াজুদ্দিন এবং মিনাজউদ্দিন।
এর আগে সরকারি কৌঁসুলি প্রদীপ বালিয়ান বলেছিলেন, পুলিশ শ্লীলতাহানির মামলায় পাঁচ অভিযুক্তকেই ক্লিনচিট দিয়েছে। প্রসিকিউশন অনুসারে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর ভাই মিনাজউদ্দিন ২০১২ সালে পরিবারের একজন নাবালক সদস্যকে শ্লীলতাহানি করেছিলেন এবং অন্যরা তাকে সমর্থন করেছিলেন।
আলিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বাইতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল এবং পরে ২০২০ সালে সেই মামলা মুজাফফরনগরের বুধনা থানায় স্থানান্তরিত হয়।
ঢাকা/এসএম