০১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

এখন থেকে প্রিয়জনের চ্যাট পিন করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ১০৪৫২ বার দেখা হয়েছে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন ফিচার। এই মেসেজিং প্ল্যাটফর্মে পছন্দমতো চ্যাটথ্রেড পিন করার বা সবার উপরে রাখার সুবিধা আগে থেকেই ছিল। এবার কোনো থ্রেডের ভেতর থেকে নির্দিষ্ট কোনো মেসেজও পিন করা যাবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২১.৪ ভার্সনে বিভিন্ন কথোপকথনের মেসেজ পিন করার সুবিধা দেখা গেছে। যেকোনো মেসেজ নজরে রাখতে চ্যাটের মধ্যেই পিন করে রাখা যাবে। এর ফলে পুরনো হলেও গুরুত্বপূর্ণ মেসেজ দেখা সহজ হবে।

এই নতুন ফিচারসহ হোয়াটসঅ্যাপে চ্যাট শেয়ার মেনুরও নতুন নকশা দেখা যাবে। চ্যাট শেয়ার মেনুকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এই আপডেটে কনটেন্ট শেয়ারের কোনো অপশন বাদ যায়নি।

সেপ্টেম্বরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২০.১০ বেটা ভার্সনে আরও নতুন ফিচার যুক্ত করা হয়। এর মধ্যে আছে হোম স্ক্রিনের রঙহীন টপবার ও হালকা ধূসর বটম বার। ডার্ক মোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই আপডেট আনা হয়েছে। আবার নতুনরূপে চ্যাট বাবল ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেট এখনও বেটা ভার্সনেই এসেছে। ভবিষ্যতে এক এক করে ফিচারগুলো ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী গুগলের টেক্সট ফরম্যাটের সঙ্গে পাল্লা দিতে বেটা ভার্সন ২.২৩. ২১.৩ এ উদ্ধৃতি ব্লক ফিচার, টেক্সট ফরমেটিং ও চ্যাট কনটেন্ট লিস্ট সাজানোর সুবিধা এনেছে। আপডেটগুলো ছোট বলে মনে হলেও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে এগুলো বড় পরিবর্তন নিয়ে আসবে।

হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড ফিচারটিরও অনেক সুবিধা। এর মাধ্যমে নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়ে ব্যবহারকারী নিশ্চিন্তে মেসেজিং করতে পারবে।

সূত্র : গেজেট ৩৬০

ঢাকা/এসএম

শেয়ার করুন

এখন থেকে প্রিয়জনের চ্যাট পিন করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপে

আপডেট: ০৬:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন ফিচার। এই মেসেজিং প্ল্যাটফর্মে পছন্দমতো চ্যাটথ্রেড পিন করার বা সবার উপরে রাখার সুবিধা আগে থেকেই ছিল। এবার কোনো থ্রেডের ভেতর থেকে নির্দিষ্ট কোনো মেসেজও পিন করা যাবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২১.৪ ভার্সনে বিভিন্ন কথোপকথনের মেসেজ পিন করার সুবিধা দেখা গেছে। যেকোনো মেসেজ নজরে রাখতে চ্যাটের মধ্যেই পিন করে রাখা যাবে। এর ফলে পুরনো হলেও গুরুত্বপূর্ণ মেসেজ দেখা সহজ হবে।

এই নতুন ফিচারসহ হোয়াটসঅ্যাপে চ্যাট শেয়ার মেনুরও নতুন নকশা দেখা যাবে। চ্যাট শেয়ার মেনুকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এই আপডেটে কনটেন্ট শেয়ারের কোনো অপশন বাদ যায়নি।

সেপ্টেম্বরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২০.১০ বেটা ভার্সনে আরও নতুন ফিচার যুক্ত করা হয়। এর মধ্যে আছে হোম স্ক্রিনের রঙহীন টপবার ও হালকা ধূসর বটম বার। ডার্ক মোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই আপডেট আনা হয়েছে। আবার নতুনরূপে চ্যাট বাবল ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেট এখনও বেটা ভার্সনেই এসেছে। ভবিষ্যতে এক এক করে ফিচারগুলো ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী গুগলের টেক্সট ফরম্যাটের সঙ্গে পাল্লা দিতে বেটা ভার্সন ২.২৩. ২১.৩ এ উদ্ধৃতি ব্লক ফিচার, টেক্সট ফরমেটিং ও চ্যাট কনটেন্ট লিস্ট সাজানোর সুবিধা এনেছে। আপডেটগুলো ছোট বলে মনে হলেও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে এগুলো বড় পরিবর্তন নিয়ে আসবে।

হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড ফিচারটিরও অনেক সুবিধা। এর মাধ্যমে নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়ে ব্যবহারকারী নিশ্চিন্তে মেসেজিং করতে পারবে।

সূত্র : গেজেট ৩৬০

ঢাকা/এসএম


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/businessjournal2/public_html/wp-includes/functions.php on line 5471