ইসির হয়ে গণমাধ্যমে কথা বলবেন সচিব

- আপডেট: ০৫:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১০৩৯৯ বার দেখা হয়েছে
নির্বাচন কমিশন (ইসি) গণমাধ্যমে ব্রিফিং করার জন্য সচিবকে মুখপাত্র করে অফিস আদেশ জারি করেছে।আজ রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি জারি করেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিদের ব্রিফ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশন মনোনীত করেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত
বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং দেবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঢাকা/এসএম