১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

পেরুর খনিতে সশস্ত্র হামলায় নিহত ৯

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪৪১ বার দেখা হয়েছে

লাতিন আমেরিকার দেশ পেরুর একটি খনিতে সশস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এছাড়াও বেশ কয়েকজনকে বন্দী করা হয়েছে বলেও অভিযোগ করেছে দেশটির সরকার। খবর রয়টার্স।

রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২ ডিসেম্বর) গভীর রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেরুর পোদেরোসা খনিতে সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরক নিয়ে হামলা চালায়। পরে তাদের জিম্মি করে অন্তত ৯ জনকে হত্যা করে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হামলার পর ইতোমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পেরুর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তারা ইতোমধ্যেই ৭ জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে অস্ত্র।

অন্যদিকে, স্থানীয় পুলিশকে সমর্থন করার জন্য ওই এলাকার বিশেষ বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে মাইন শ্যাফটে প্রবেশ করে। পরে কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহিংসায় জড়িয়ে পড়ে। ওই সময় খনির নিরাপত্তা কর্মীরা প্রতিরোধ করলেও হামলাকারীরা ৪ জনকে জিম্মি করে।

বামপন্থী প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাস্টিলোকে অভিশংসন এবং গ্রেপ্তারের এক বছর পর এমন হামলা হলো। যা থেকে আন্দিয়ান দেশের খনিগুলোতে কয়েক মাস ধরে মারাত্মক বিক্ষোভের সূচনা হয়।

আরো পড়ুন: বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, পেরু হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ। এছাড়াও দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলের দেশটি রূপা ও সোনার উৎপাদনেও অন্যতম গুরুত্বপূর্ণ।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পেরুর খনিতে সশস্ত্র হামলায় নিহত ৯

আপডেট: ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

লাতিন আমেরিকার দেশ পেরুর একটি খনিতে সশস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এছাড়াও বেশ কয়েকজনকে বন্দী করা হয়েছে বলেও অভিযোগ করেছে দেশটির সরকার। খবর রয়টার্স।

রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২ ডিসেম্বর) গভীর রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেরুর পোদেরোসা খনিতে সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরক নিয়ে হামলা চালায়। পরে তাদের জিম্মি করে অন্তত ৯ জনকে হত্যা করে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হামলার পর ইতোমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পেরুর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তারা ইতোমধ্যেই ৭ জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে অস্ত্র।

অন্যদিকে, স্থানীয় পুলিশকে সমর্থন করার জন্য ওই এলাকার বিশেষ বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে মাইন শ্যাফটে প্রবেশ করে। পরে কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহিংসায় জড়িয়ে পড়ে। ওই সময় খনির নিরাপত্তা কর্মীরা প্রতিরোধ করলেও হামলাকারীরা ৪ জনকে জিম্মি করে।

বামপন্থী প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাস্টিলোকে অভিশংসন এবং গ্রেপ্তারের এক বছর পর এমন হামলা হলো। যা থেকে আন্দিয়ান দেশের খনিগুলোতে কয়েক মাস ধরে মারাত্মক বিক্ষোভের সূচনা হয়।

আরো পড়ুন: বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, পেরু হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ। এছাড়াও দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলের দেশটি রূপা ও সোনার উৎপাদনেও অন্যতম গুরুত্বপূর্ণ।

ঢাকা/কেএ