১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪৩৩ বার দেখা হয়েছে

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৬১ জন সমুদ্রে ডুবে গেছেন এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া এসব অভিবাসনপ্রত্যাশীর মধ্যে শিশুরাও রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইওএম আরও জানায়, এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশ থেকে এসেছিল।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে সংস্থাটি বলেছে, নৌকাটি প্রায় ৮৬ জন যাত্রী নিয়ে জুওয়ারা শহর থেকে ছাড়ে। যাত্রা শুরুর পর উঁচু ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায় এবং শিশুসহ ৬১ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হন।  দুর্ঘটনার পর জীবিত উদ্ধার ২৫ জনকে লিবিয়ার একটি আটক কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচনের আগে বাংলাদেশে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার দেশটিতে বিশৃঙ্খলা শুরু হয়। আর এরপর থেকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের জন্য লিবিয়া একটি প্রধান রুট হয়ে উঠেছে।

আইওএম বলছে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় কেবল চলতি বছর ২ হাজার ২০০ জনের বেশি মানুষ ডুবে গেছে। উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে প্রাণহানির বিষয়টি অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আর এই ধরনের ঘটনা লিবিয়ার এই রুটটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি করে তুলেছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

আপডেট: ১০:১৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৬১ জন সমুদ্রে ডুবে গেছেন এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া এসব অভিবাসনপ্রত্যাশীর মধ্যে শিশুরাও রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইওএম আরও জানায়, এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশ থেকে এসেছিল।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে সংস্থাটি বলেছে, নৌকাটি প্রায় ৮৬ জন যাত্রী নিয়ে জুওয়ারা শহর থেকে ছাড়ে। যাত্রা শুরুর পর উঁচু ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায় এবং শিশুসহ ৬১ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হন।  দুর্ঘটনার পর জীবিত উদ্ধার ২৫ জনকে লিবিয়ার একটি আটক কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচনের আগে বাংলাদেশে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার দেশটিতে বিশৃঙ্খলা শুরু হয়। আর এরপর থেকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের জন্য লিবিয়া একটি প্রধান রুট হয়ে উঠেছে।

আইওএম বলছে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় কেবল চলতি বছর ২ হাজার ২০০ জনের বেশি মানুষ ডুবে গেছে। উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে প্রাণহানির বিষয়টি অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আর এই ধরনের ঘটনা লিবিয়ার এই রুটটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি করে তুলেছে।

ঢাকা/এসএম