নিজের স্ত্রীকেই আবার বিয়ে করলেন রণিত রায়

- আপডেট: ০৭:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১০৪৩৮ বার দেখা হয়েছে
নিজের স্ত্রীকেই আবার বিয়ে করলেন বলিউড তারকা রণিত রায়। ২০ তম বিবাহবার্ষিকীকে আরও বিশেষ করে তোলার জন্য স্ত্রী নীলমকে আবার বিয়ে করলেন অভিনেতা। সূত্র: হিন্দুস্তান টাইমস
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিয়ের আসর বসেছিল গোয়ার একটি মন্দিরে। দ্বিতীয়বার বিয়ে সেরে রণিত রায় নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে বিয়ে করবে? আবারও?’
অভিনেতাকে একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাদেরকে বিয়ের নিয়ম কানুন পালন করতে দেখা গেছে। সাত পাকে ঘুরতে দেখা যায় তাদের। এমনকি শুভদৃষ্টি করতেও দেখা গেছে।
আরও পড়ুন: একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জায়েদ-নিপুণ
রণিত রায় একটি সাদা শেরওয়ানি এবং লাল ওড়না পরেছিলেন। অন্যদিকে তার স্ত্রী পরেছিলেন লাল রঙের একটি লেহেঙ্গা।
রণিতের এই পোস্ট দেখে ভক্তরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই তাদের মিষ্টি ভালোবাসার প্রশংসা করেছেন।
ঢাকা/কেএ