উত্তরায় আবাসিক ভবনে আগুন

- আপডেট: ০৭:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১০৪৩৮ বার দেখা হয়েছে
রাজধানীর উত্তরায় ৬টা ৪৫ মিনিটে একটি ৬ তলা আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উত্তরা ৯ নম্বরের সেক্টরের ৬ তলা আবাসিক ভবনের ৫ তলায় আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদ আসনি।
আরও পড়ুন: ময়মনসিংহ-৩ আসনে নৌকার নিলুফার জয়ী
ঢাকা/কেএ