সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে নয়’শ কোটি টাকা

- আপডেট: ০৩:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১০৪৪০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন বেড়ে নয়’শত কোটি টাকার বেশি। এদিন ডিএসইতে দর বৃদ্ধিতে আড়াই’শ কোম্পানির বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক ১৭৭ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার ডিএসইতে ৯৩৯ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৭৭ কোটি ৪১ লাখ ১৮ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৬২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইর লেনদেনের শীর্ষে উঠেছে- বিডি থাই এ্যালুমিনিয়ামের ৪৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৩ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৩১ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার, ফু-ওয়াং ফুডের ২৯ কোটি ২২ লাখ ৩৫ হাজার, ইভিন্স টেক্সটাইলের ২৬ কোটি ৩৬ লাখ ১০ হাজার, আইটি কনসালটান্টসের ২৩ কোটি ৭৫ লাখ ৯০ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৩৪ লাখ ২৯ হাজার, রূপালী ব্যাংকের ১৬ কোটি ৮০ লাখ ৭ হাজার, ফরচুন সুজের ১৬ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ১৬ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫২.৯৮ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫০.২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২.৬৩ পয়েন্ট ০.৯৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.৩৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৭৩ পয়েন্ট ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১১.০৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুডের ১৬.১৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৯.৯৮ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৯৬ শতাংশ, বিএসআরএম স্টিলসের ৯.৮৯৫ শতাংশ, জিপিএইচ ইসপাতের ৯.৮৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৮৯৪ শতাংশ, তমিজুদ্দিন টেক্সটাইলের ৯.৮৯২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৮৫৯ শতাংশ, ভিএফএস থ্রেডের ৯.৮৫৯ শতাংশ এবং আরামিট সিমেন্ট লিমিটেডের ৯.৮৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আরও পড়ুন: লুজারের শীর্ষে জিবিবি পাওয়ার
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৫টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭.৯০ পয়েন্ট বা ১.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৪২.৭৯ পয়েন্টে। সিএসইতে ২৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির।
দিন শেষে সিএসইতে ১৮ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার।
ঢাকা/টিএ