১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

৫ ফেব্রুয়ারি সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনে সচিবদের নিয়ে বৈঠকে বসবেন। আগামী ৫ ফেব্রুয়ারি এই সভার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এটি হবে বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এখনো স্থান নির্ধারণ করা হয়নি। সভার স্থান এবং অ্যাজেন্ডা আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এবারের সচিব সভায় বরাবরের মতো প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিব সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। এই সভা থেকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

ঢাকা/কেএ

শেয়ার করুন

৫ ফেব্রুয়ারি সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট: ১২:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনে সচিবদের নিয়ে বৈঠকে বসবেন। আগামী ৫ ফেব্রুয়ারি এই সভার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এটি হবে বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এখনো স্থান নির্ধারণ করা হয়নি। সভার স্থান এবং অ্যাজেন্ডা আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এবারের সচিব সভায় বরাবরের মতো প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিব সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। এই সভা থেকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

ঢাকা/কেএ