১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

হেলিকপ্টার দুর্ঘটনায় ফরাসি ধনকুবের এমপি নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / ১০৪৯৬ বার দেখা হয়েছে

French MP and billionaire Olivier Dassault dies in helicopter crash

ফ্রান্সের ধনকুবের এমপি অলিভিয়ের ডাসাল্ট দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন।

গতকাল রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ‌্যায় নরম‌্যান্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পাইলটও নিহত হয়েছেন। তারা দুজন ছাড়া হেলিকপ্টারটিতে আর কেউ ছিলেন না। সংবাদ সূত্র: বিবিসি

অবকাশ যাপনের করার জন‌্য তার ওই এলাকায় একটি বাড়ি রয়েছে। ব‌্যক্তিগত একটি ল‌্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ‌্যেই দুর্ঘটনার কবলে পড়ে।

ডাসাল্টের মৃত‌্যুতে শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেচেন, তার মৃত‌্যু দেশের জন‌্য বড় ক্ষতি।

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ‌্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার।

উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ২০০২ সালে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস‌্য র্নিবাচিত হন অলিভিয়ের রাফাল ডাসাল্ট।

ফোর্বেসর তথ‌্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন।

এনইউ/জেডএস

আরও পড়ু্ন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

হেলিকপ্টার দুর্ঘটনায় ফরাসি ধনকুবের এমপি নিহত

আপডেট: ০২:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১

ফ্রান্সের ধনকুবের এমপি অলিভিয়ের ডাসাল্ট দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন।

গতকাল রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ‌্যায় নরম‌্যান্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পাইলটও নিহত হয়েছেন। তারা দুজন ছাড়া হেলিকপ্টারটিতে আর কেউ ছিলেন না। সংবাদ সূত্র: বিবিসি

অবকাশ যাপনের করার জন‌্য তার ওই এলাকায় একটি বাড়ি রয়েছে। ব‌্যক্তিগত একটি ল‌্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ‌্যেই দুর্ঘটনার কবলে পড়ে।

ডাসাল্টের মৃত‌্যুতে শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেচেন, তার মৃত‌্যু দেশের জন‌্য বড় ক্ষতি।

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ‌্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার।

উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ২০০২ সালে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস‌্য র্নিবাচিত হন অলিভিয়ের রাফাল ডাসাল্ট।

ফোর্বেসর তথ‌্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন।

এনইউ/জেডএস

আরও পড়ু্ন: