বেক্সিমকো ফার্মার এমডি হলেন ইকবাল আহমেদ

- আপডেট: ১২:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ১০৫০২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক ইকবাল আহমেদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য তিনি এই দায়িত্ব পেয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার (০৩ মার্চ) কোম্পানিটির পর্ষদ সভায় ইকবাল আহমেদকে এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়। এই বিষয়ে পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে।
আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে ডিবিএইচ ফাইন্যান্স
বেক্সিমকো ফার্মা ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে ইতোমধ্যে প্রেরণ করেছে কোম্পানিটি।
ঢাকা/এসএ