রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

- আপডেট: ০৪:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) রমজান মাস উপলক্ষ্যে ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।
আজ শনিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানের জন্য আগামী ১২ মার্চ থেকে শুধুমাত্র রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারে বিকেল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। এ ছাড়া বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জিএফপি-তে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: জাপার রওশনপন্থিদের নতুন কমিটি ঘোষণা
ঢাকা/এসএম