লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

- আপডেট: ১১:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১০৩৮৭ বার দেখা হয়েছে
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন। গতকাল শুক্রবার (২৯ মার্চ) রাত ১টার সময় এই ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের জন্য প্রবেশ করে। পরে ৭৫-চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ২-৩ রাউন্ড গুলি ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুলিবিদ্ধরা হলেন- মিজানুর রহমান ও লিটন মিয়া। তারা চন্দ্রপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: ভাঙ্গা থেকে ১২০ কিলোমিটার বেগে ছুটলো ট্রায়াল ট্রেন
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
ঢাকা/এসএম