অবশেষে শুরু হলো সুন্দরবনে আগুন নেভানোর কাজ

- আপডেট: ১১:২২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১০৩৭৬ বার দেখা হয়েছে
চলমান তাপদাহের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের গহীনে লাগা আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ ছাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় বাসিন্দা, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও পুলিশ সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, ‘সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যায়। গতকাল সন্ধ্যা হওয়ায় আমরা কর্যক্রম শুরু করতে পারিনি। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তৈরি আছে। তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন সবাই আগুন নেভাতে কাজ করছে।’
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমুরবুনিয়া টহল ফাঁড়ির কাছের এলাকায় বনে আগুন লাগে। মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান গতকাল বলেন, খবর পেয়ে বন বিভাগ, স্থানীয় এলাকাবাসী এবং মোরেলগঞ্জ ও মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, বিকেলে বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। বন বিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, লোকালয় থেকে প্রায় ২ কিলোমিটার দূরে আগুন ধরেছে। পাতার মধ্য থেকে আগুন উপরে উঠছে। বড় বড় গাছ পুড়ছে।
ঢাকা/এসএইচ