মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ

- আপডেট: ০৩:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১০৩৯১ বার দেখা হয়েছে
ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রোববার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিরপুর-১০ নম্বর মোড়ে অবস্থান নেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনেও অবস্থান নেন তারা।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহমেদ রাইজিংবিডিকে বলেন, রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকরা বিক্ষোভ করছেন।
আরও পড়ুন: মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের
এর আগে ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ১৫ মে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা/এসএইচ