০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের আর্কানসাস সুপারমার্কেটে গোলাগুলি: নিহত ৩

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ১০৩৪৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ বেসামরিক নিহত এবং দুই পুলিশ কর্মকর্তাসহ আরও ১০ জন আহত হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফোরডিস শহরের ম্যাড বুচার গ্রোসারিতে এই ঘটনা ঘটেছে। ৩ হাজার ২০০ মানুষের এই শহরটি লিটল রক থেকে প্রায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) দক্ষিণে অবিস্থত।

আরকানসাস স্টেট পুলিশ জানিয়েছে, শুক্রবার এক বন্দুকধারীর এই হামলা চালিয়েছে। খবর রয়টার্স।

আরও পড়ুন: তামিলনাড়ুতে বিষাক্ত মদে অন্তত ২৯ জনের মৃত্যু

আরকানসাস স্টেট পুলিশের ডিরেক্টর মাইক হাগার সাংবাদিকদের বলেছেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই বন্দুকধারীও আহত হয়েছেন।

হাগার বলেন, ‘দুর্ভাগ্যবশত ১১ জন বেসামরিককে গুলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সন্দেহভাজন ওই ব্যক্তিকেও গুলি করে পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

আহত পুলিশ কর্মকর্তা, বেসামরিক ও সন্দেহভাজন ওই ব্যক্তির জীবনের ঝুঁকি নেই বলে আশা করা হচ্ছে। তবে বেসামরিকদের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের আর্কানসাস সুপারমার্কেটে গোলাগুলি: নিহত ৩

আপডেট: ০২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ বেসামরিক নিহত এবং দুই পুলিশ কর্মকর্তাসহ আরও ১০ জন আহত হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফোরডিস শহরের ম্যাড বুচার গ্রোসারিতে এই ঘটনা ঘটেছে। ৩ হাজার ২০০ মানুষের এই শহরটি লিটল রক থেকে প্রায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) দক্ষিণে অবিস্থত।

আরকানসাস স্টেট পুলিশ জানিয়েছে, শুক্রবার এক বন্দুকধারীর এই হামলা চালিয়েছে। খবর রয়টার্স।

আরও পড়ুন: তামিলনাড়ুতে বিষাক্ত মদে অন্তত ২৯ জনের মৃত্যু

আরকানসাস স্টেট পুলিশের ডিরেক্টর মাইক হাগার সাংবাদিকদের বলেছেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই বন্দুকধারীও আহত হয়েছেন।

হাগার বলেন, ‘দুর্ভাগ্যবশত ১১ জন বেসামরিককে গুলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সন্দেহভাজন ওই ব্যক্তিকেও গুলি করে পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

আহত পুলিশ কর্মকর্তা, বেসামরিক ও সন্দেহভাজন ওই ব্যক্তির জীবনের ঝুঁকি নেই বলে আশা করা হচ্ছে। তবে বেসামরিকদের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন তিনি।

ঢাকা/এসএইচ