অবশেষে ডিএসইর স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ

- আপডেট: ১১:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ১২৮৮০ বার দেখা হয়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবুর পরে অন্য স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (২১ আগস্ট) স্বতন্ত্র পরিচালকেরা মেইল, হোয়াটসঅ্যাপ ও হার্ডকপির মাধ্যমে পদত্যাগ পত্র ডিএসইতে জমা দিয়েছেন। বিষয়টি অর্থ বাণিজ্যকে নিশ্চিত করেছেন ডিএসইর এক কর্মকর্তা।
ডিএসইর ওই সিনিয়র কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, ডিএসইর ৫জন স্বতন্ত্র পরিচালক গতকাল পদত্যাগ করেছেন। এর আগে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে গেছেন।
আরও পড়ুন: আব্দুল্লাহ আল মাহমুদের শেয়ার কারসাজি: অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
তিনি আরও জানান, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে উভয় স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল। যার আলোকে ডিএসইর পরিচালকেরা পদত্যাগ করেছেন।
ঢাকা/এসএ