১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

কাজের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় নয়: সড়ক উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, কাজের গুণগত মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সোমবার (২ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যানের সঙ্গে সড়ক উপদেষ্টার সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। এ সময় মার্টিন হোল্টম্যানের নেতৃত্বে একটি সাত সদস্যের প্রতিনিধি দলও ওই সাক্ষাতে উপস্থিত ছিল।

সড়ক উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। গুণগত মান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায় সব স্টেক হোল্ডাররা দরপত্রে অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুন: ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা

সাক্ষাতে উপদেষ্টা আইএফসির সঙ্গে বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। এ সময় উপদেষ্টা আইএফসির কাছে বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন খাত বিকাশে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনপ্রত্যাশা পূরণে সব ধরনের দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার সব সময় লড়াই করে যাবে।

মার্টিন হোল্টম্যান বলেন, আইএফসি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়তে এই সরকারকে সবসময় সহযোগিতা করে যাবে।

এছাড়া, আইএফসি এনার্জি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে আহ্বান জানায়। পাশাপাশি, রেল, সড়ক ও সেতু বিভাগসহ অন্যান্য খাতগুলোতেও অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কাজের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় নয়: সড়ক উপদেষ্টা

আপডেট: ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, কাজের গুণগত মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সোমবার (২ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যানের সঙ্গে সড়ক উপদেষ্টার সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। এ সময় মার্টিন হোল্টম্যানের নেতৃত্বে একটি সাত সদস্যের প্রতিনিধি দলও ওই সাক্ষাতে উপস্থিত ছিল।

সড়ক উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। গুণগত মান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায় সব স্টেক হোল্ডাররা দরপত্রে অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুন: ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা

সাক্ষাতে উপদেষ্টা আইএফসির সঙ্গে বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। এ সময় উপদেষ্টা আইএফসির কাছে বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন খাত বিকাশে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনপ্রত্যাশা পূরণে সব ধরনের দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার সব সময় লড়াই করে যাবে।

মার্টিন হোল্টম্যান বলেন, আইএফসি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়তে এই সরকারকে সবসময় সহযোগিতা করে যাবে।

এছাড়া, আইএফসি এনার্জি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে আহ্বান জানায়। পাশাপাশি, রেল, সড়ক ও সেতু বিভাগসহ অন্যান্য খাতগুলোতেও অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

ঢাকা/এসএইচ