০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

এলপিজির ভ্যাট সাড়ে ৭ শতাংশ নির্ধারণ, এনবিআরের স্পষ্টীকরণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

অবশেষে এলপি গ্যাস উৎপাদনে মূল্য সংযোজন কর বা ভ্যাট সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট আদায় নিয়ে বিভ্রান্তি দূর করতে সোমবার (১৩ জানুয়ারি) এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগ থেকে এক বিশেষ আদেশে স্পষ্টীকরণ করা হয়েছে। নতুন আদেশে সাড়ে সাত শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা ৯ জানুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থাৎ এনবিআরের নির্দেশনার পর এলপি গ্যাসের উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট ৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সাড়ে ৭ শতাংশ হলো।

এ বিষয়ে ভ্যাট বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গত ৯ জানুয়ারি শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট জারি করার অধ্যাদেশে দেখা যায়, তফশিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। তফশিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল, তবে আড়াই শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া ছিল। কিন্তু আইন অনুযায়ী তফশিল থেকে ওই পণ্য বাদ দেওয়ায় স্বাভাবিক নিয়মে (১৫ শতাংশ) ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে। এ অবস্থায় কমিশনারেট কত আদায় করবে এবং ব্যবসায়ীরা কত শতাংশ ভ্যাট দেবে তা নিয়ে জটিলতার ছিল, সে বিষয়ে এনবিআর বিশেষ আদেশের মাধ্যমে স্পষ্ট করেছে।

আরও পড়ুন: এডিপিতে কাটছাঁট হচ্ছে ৪৯ হাজার কোটি টাকা

এনবিআরের বিশেষ আদেশে বলা হয়েছে, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর বর্তমানে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে পোশাক শিল্পসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসে সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে।

নতুন আদেশের পর শিল্প কারখানার উদ্যোক্তা ও বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা এলপি গ্যাসের দাম বাড়ার শঙ্কার রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এলপিজির ভ্যাট সাড়ে ৭ শতাংশ নির্ধারণ, এনবিআরের স্পষ্টীকরণ

আপডেট: ১২:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

অবশেষে এলপি গ্যাস উৎপাদনে মূল্য সংযোজন কর বা ভ্যাট সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট আদায় নিয়ে বিভ্রান্তি দূর করতে সোমবার (১৩ জানুয়ারি) এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগ থেকে এক বিশেষ আদেশে স্পষ্টীকরণ করা হয়েছে। নতুন আদেশে সাড়ে সাত শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা ৯ জানুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থাৎ এনবিআরের নির্দেশনার পর এলপি গ্যাসের উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট ৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সাড়ে ৭ শতাংশ হলো।

এ বিষয়ে ভ্যাট বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গত ৯ জানুয়ারি শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট জারি করার অধ্যাদেশে দেখা যায়, তফশিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। তফশিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল, তবে আড়াই শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া ছিল। কিন্তু আইন অনুযায়ী তফশিল থেকে ওই পণ্য বাদ দেওয়ায় স্বাভাবিক নিয়মে (১৫ শতাংশ) ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে। এ অবস্থায় কমিশনারেট কত আদায় করবে এবং ব্যবসায়ীরা কত শতাংশ ভ্যাট দেবে তা নিয়ে জটিলতার ছিল, সে বিষয়ে এনবিআর বিশেষ আদেশের মাধ্যমে স্পষ্ট করেছে।

আরও পড়ুন: এডিপিতে কাটছাঁট হচ্ছে ৪৯ হাজার কোটি টাকা

এনবিআরের বিশেষ আদেশে বলা হয়েছে, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর বর্তমানে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে পোশাক শিল্পসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসে সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে।

নতুন আদেশের পর শিল্প কারখানার উদ্যোক্তা ও বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা এলপি গ্যাসের দাম বাড়ার শঙ্কার রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ