সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

- আপডেট: ০৩:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ১০৩৪৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জানুয়ারি) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গত কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: প্রসপেক্টাসে মিথ্যা তথ্য ও অসঙ্গতি নিয়েই পুঁজিবাজারে আসছে দুয়ার সার্ভিসেস- পর্ব: ১
আজ ডিএসইতে ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টি কোম্পানির, বিপরীতে ১৩১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ