রমজান মাসে বাড়বে না মূল্যস্ফীতির চাপ: প্রেস সচিব

- আপডেট: ০৫:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
দেশের অর্থনৈতিক অবস্থার বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ৫ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে বলে আশা করি। রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খাদ্য শস্যের দাম কমবে প্রত্যাশা করে শফিকুল আলম বলেন, আন্তর্জাতিকভাবে খাদ্য শস্যের দাম কমছে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে।
আরও পড়ুন: ২৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ বাচ্চু পরিবারের
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে। তাদের হাতে জমির কাগজপত্র তুলে দেয়া হয়েছে। এর ফলে কোরিয়ান ব্যাপক বিনিয়োগ আসবে দেশে। পতিত সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার পাঁয়তারা করছিল বলে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামে তাদের প্রচুর বিনিয়োগ চলে যায়। এখন সব সংকট সমাধান হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সকল বাহিনীর সমন্বয়ে ‘সেন্ট্রাল কম্যান্ড সেন্টার’ কাজ শুরু করবে বলে জানিয়ে শফিকুল আলম বলেন, আজ সন্ধ্যা থেকেই এই কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকা/এসএইচ