গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের মানহানি মামলা

- আপডেট: ১১:৩২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ১০৩২০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের এক গ্রাহকের বিরুদ্ধে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানহানির মামলা দায়ের করেছে এবং ক্ষতিপূরণ হিসেবে ২০০ কোটি টাকা দাবি করেছে। ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আদালত মামলাটি আমলে নিয়ে গ্রাহক মো. মোর্তোজা আলীর বিরুদ্ধে সমন জারি করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদগাও শাখার গ্রাহক মোর্তোজা আলী অসৎ উদ্দেশ্য নিয়ে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং ৪৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের জন্য পিটিশন জমা দিয়েছেন।
আরও পড়ুন: বিএসইসি’র ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ব্যাংকটি দাবি করেছে, পিটিশনে ভিত্তিহীনভাবে তাদের বিরুদ্ধে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই পিটিশন সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলোর ফলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং ব্যাংকের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির জন্য মোর্তোজা আলীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে ইবিএল।
ঢাকা/টিএ