ইফতারে সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন সালাদ তৈরি করবেন যেভাবে

- আপডেট: ১২:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ১০২৯৮ বার দেখা হয়েছে
ইফতারে সুস্বাদু খাবার খেতে ইচ্ছা হয় সবারই। কিন্তু একই সঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খুঁজে পাওয়া মুশকিল। কারণ মুখের স্বাদ ঠিক রাখতে গিয়ে ছাড় দিতে হয় স্বাস্থ্যের দিকটাতে। তবে আপনাকে বেছে নিতে হবে এমনকিছু যা খেতে ভালোলাগবে আবার স্বাস্থ্যেরও ক্ষতি করবে না। চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি খাবার চিকেন সালাদ তৈরির রেসিপি-
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তৈরি করতে যা লাগবে
হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ
ময়দা- ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
গার্লিক পাউডার- ১ চা চামচ
মরিচ গুঁড়া- হাফ চা চামচ
গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
তেল- ১ টেবিল চামচ।
আরও পড়ুন: সাহরিতে কোন খাবারগুলো বেশি উপকারী?
সালাদের জন্য যা লাগবে
শসা, গাজর, টমেটো, লেটুস কুচি এবং ভাঁজা মচমচে নুডলস, লেবুর রস, অল্প অলিভ ওয়েল।
যেভাবে তৈরি করবেন
তেল ছাড়া মাংসের সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে মেরিনেট হতে দিন অন্তত আধা ঘণ্টা। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে মেরিনেট করে রাখা মাংস দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ভাজা ভাজা হলে নামিয়ে নিন। এবার শসা, গাজর, টমেটো, লেটুস কুচিতে সামান্য লবণ, ভাজা নুডলস, লেবুর রস আর সামান্য অলিভ ওয়েল দিয়ে মেখে নিন। এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন সালাদ।
ঢাকা/এসএইচ