জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

- আপডেট: ১২:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রবিবার (৩০ মার্চ) সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চাঁদ দেখা কমিটির সদস্যদের নিয়ে গঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পিকিং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান
এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
ঢাকা/টিএ