১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

এস আলম গ্রুপের চিনিকলসহ ১১ একর সম্পত্তি নিলামে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ১০৩৯৩ বার দেখা হয়েছে

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বিশাল অঙ্কের ৯ হাজার ৯৪৮ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে প্রতিষ্ঠানটির একটি চিনিকলসহ প্রায় ১১ একর জমি নিলামে তোলা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) চট্টগ্রামের একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা এ ঘোষণা দেয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম—তাদের কাছে ২০২৫ সালের ২৪ মার্চ পর্যন্ত সুদসহ মোট ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা পাওনা রয়েছে। এ খেলাপি বিনিয়োগের টাকা আদায়ে অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী মর্টগেজকৃত সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

নিলামে তোলা সম্পত্তির মধ্যে রয়েছে ১০ দশমিক ৯৩ একর জমি এবং সেখানে অবস্থিত চিনিকলের কারখানা, আধুনিক যন্ত্রপাতি, অফিস ভবন ও আনুষঙ্গিক স্থাপনা। এসব সম্পত্তি ২০১৩ ও ২০১৪ সালে সম্পাদিত তিনটি রেজিস্টার্ড মর্টগেজ চুক্তির আওতায় বন্ধক রাখা হয়েছিল—যার দলিল নম্বর যথাক্রমে ৩৩২৭, ৩৭৪৬ ও ৮০৫৭।

আরও পড়ুন: লিন্ডে বাংলাদেশ লিমিটেডের নতুন এমডি নিয়োগ

দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত গ্রুপগুলোর একটি হিসেবে পরিচিত এস আলম গ্রুপের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইসলামী ব্যাংক এবার আর চুপ নয়—মূলধনের রক্ষায় চূড়ান্ত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বলেই স্পষ্ট বার্তা দিয়েছে তারা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এস আলম গ্রুপের চিনিকলসহ ১১ একর সম্পত্তি নিলামে

আপডেট: ০৬:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বিশাল অঙ্কের ৯ হাজার ৯৪৮ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে প্রতিষ্ঠানটির একটি চিনিকলসহ প্রায় ১১ একর জমি নিলামে তোলা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) চট্টগ্রামের একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা এ ঘোষণা দেয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম—তাদের কাছে ২০২৫ সালের ২৪ মার্চ পর্যন্ত সুদসহ মোট ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা পাওনা রয়েছে। এ খেলাপি বিনিয়োগের টাকা আদায়ে অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী মর্টগেজকৃত সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

নিলামে তোলা সম্পত্তির মধ্যে রয়েছে ১০ দশমিক ৯৩ একর জমি এবং সেখানে অবস্থিত চিনিকলের কারখানা, আধুনিক যন্ত্রপাতি, অফিস ভবন ও আনুষঙ্গিক স্থাপনা। এসব সম্পত্তি ২০১৩ ও ২০১৪ সালে সম্পাদিত তিনটি রেজিস্টার্ড মর্টগেজ চুক্তির আওতায় বন্ধক রাখা হয়েছিল—যার দলিল নম্বর যথাক্রমে ৩৩২৭, ৩৭৪৬ ও ৮০৫৭।

আরও পড়ুন: লিন্ডে বাংলাদেশ লিমিটেডের নতুন এমডি নিয়োগ

দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত গ্রুপগুলোর একটি হিসেবে পরিচিত এস আলম গ্রুপের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইসলামী ব্যাংক এবার আর চুপ নয়—মূলধনের রক্ষায় চূড়ান্ত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বলেই স্পষ্ট বার্তা দিয়েছে তারা।

ঢাকা/টিএ