১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার হস্তান্তর

- আপডেট: ১০:২৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১০২৯৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের অন্যতম উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীকে হস্তান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সৈয়দ মঞ্জুর এলাহী চলতি বছরের ১২ মার্চ মৃত্যুবরণ করেন। ওই সময় তার কাছে থাকা কোম্পানির মোট ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার উত্তরাধিকারীদের হস্তান্তর করা হবে।
কোম্পানির উদ্যোক্তা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর (পুত্র) এবং কোম্পানির পরিচালক মুনিজ মঞ্জুর (কন্যা) সমান অনুপাতে, প্রত্যেকে ৫০ শতাংশ শেয়ার পাবেন।
আরও পড়ুন: বিচ হ্যাচারির আয় বেড়েছে ২১৩ শতাংশ
উল্লেখ্য, শেয়ার প্রাপ্তির পর, সৈয়দ নাসিম মঞ্জুর মোট ১৬ লাখ ৫৬ হাজার ৪০টি শেয়ার ধারণ করবেন, যা কোম্পানির মোট শেয়ারের ১০ দশমিক ৫৩ শতাংশ। এই শেয়ার ধারণটি বিএসইসি (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ বা কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর আওতাধীন।
ঢাকা/এসএইচ