২৮ মে থেকে শিল্পখাতে দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে

- আপডেট: ০২:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
শিল্পখাতে গ্যাস সরবরাহের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। ফলশ্রুতিতে শিল্পে স্বাভাবিকের পাশাপাশি বাড়তি দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হবে। আজ সোমবার (২৬ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ ছিল দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় চলতি বছর একই সময়ে শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।
আরও পড়ুন: অপ্রয়োজনীয় প্রকল্প নয়, চাই জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা
এছাড়া শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বন্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮ মে থেকে দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।
ঢাকা/এসএইচ