২০৯ শেয়ারের দরবৃদ্ধিতে লেনদেন সামান্য বাড়লো

- আপডেট: ০২:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকের লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সোমবার (০২ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ১১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১০২৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৭৫৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৭৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৩৫ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকা।
আরও পড়ুন: হিরু চক্রকে ২০৮ কোটি অর্থদণ্ড
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৯টি কোম্পানির, বিপরীতে ১০১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ