গত অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

- আপডেট: ০৪:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১০৩৮৩ বার দেখা হয়েছে
২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আজ সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা। রাজস্ব আদায় নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাভাবিকভাবে তাদের কাজ করে যাচ্ছেন। এনবিআরের সব কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে।
মো. আব্দুর রহমান খান বলেন, এনবিআরের কর্মচারীরা নিয়ম অনুযায়ী কাজ করলে ভয় বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই। তবে দায়িত্বের সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে বিশেষ নজর রাখা হবে।
আরও পড়ুন: ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: অর্থ উপদেষ্টা
তিনি আরও জানান, কাস্টমসের ডিউটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের (অ্যাডি চালান) মাধ্যমে করা যাবে। এতে পণ্য খালাসের জটিলতা হ্রাস পাবে এবং রাজস্বের টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এ ব্যবস্থা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।
ঢাকা/এসএইচ