সূচকের পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

- আপডেট: ০৩:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১০৩৯৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুলাই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ২১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ১৬৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩১ দশমিক ৬২ পয়েন্ট কমে ২ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৮৬৫ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৭৮ লাখ টাকা।
আরও পড়ুন: ১৫ কোম্পানির বোর্ড সভা কাল
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টি কোম্পানির, বিপরীতে ২৩২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ