শাহবাগ মোড় অবরোধ করে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

- আপডেট: ০৫:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১০২৩৯ বার দেখা হয়েছে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। তাদের এই কর্মসূচিতে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা।
এ সময় শিক্ষার্থীরা “চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড”, “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “কোটা না মেধা, মেধা মেধা” ইত্যাদি স্লোগান দেন।
এর আগে এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করে।
বুয়েটের শিক্ষার্থী আবিদ বলেন, “আমাদের সিনিয়র ভাইকে জীবননাশের হুমকি ও জিম্মি করে অপমান করার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। দোষীদের শাস্তির আওতায় আনা না হলে এ আন্দোলন চলবে।”
আরও পড়ুন: শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি
শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো
১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছে। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠে আছে।
ঢাকা/এসএইচ