০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিদেশি ইন্টারনেট সেবার মূল্য পরিশোধ সহজ কর‌ল কেন্দ্রীয় ব‌্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১০২৮৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিদেশি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নি‌তে হ‌বে না। এখন থেকে ব্যাংকগুলো নির্দিষ্ট শর্ত মেনে সরাসরি অর্থ পাঠাতে পারবে। একই সঙ্গে বিদেশি ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স গ্যারান্টি ইস্যুর বিষয়টিও ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেখানে বলা হয়েছে, ব্যান্ডউইথ সেবা কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির কপি, বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস এবং অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী ব্যাংকে জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই করে ব্যাংকগুলো নিজেরাই অর্থ পাঠাবে। লেনদেন-সংক্রান্ত সব নথি ব্যাংকে সংরক্ষণ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চাইলে তা দেখাতে হবে। পাশাপাশি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মানতে হবে।

একই সার্কুলারে বিদেশি আমদানিকারক বা ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স বন্ড কিংবা গ্যারান্টি ইস্যুর সাধারণ অনুমোদনও দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন ছাড়াই স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরদের জন্য ব্যাংকগুলো গ্যারান্টি দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বিদেশি ঠিকাদারের স্থানীয় সরবরাহকারীদের জন্য সাব-কন্ট্রাক্টর থাকে, যাদের ক্ষেত্রে গ্যারান্টি প্রয়োজন হয়। এখন ব্যাংকগুলো সরাসরি এই গ্যারান্টি দিতে পারবে। এতে কাজের গতি বাড়বে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়বে।

আরও পড়ুন: আগস্টের ৩০ দিনে ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ আরও জানিয়েছে, ভুল বা অতিরিক্ত রেমিট্যান্স হলে প্রেরিত অর্থ দ্রুত ফেরত আনার বিষয়ে আবেদনকারী সংস্থার কাছ থেকে অঙ্গীকারনামা নিতে হবে।

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন নির্দেশনার ফলে ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে অনুমোদনের জন্য আর অপেক্ষা করতে হবে না। এতে সময় বাঁচবে এবং বৈদেশিক লেনদেন আরও সহজ হবে।

উল্লেখ্য, প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হয়, তাকে ব্যান্ডউইথ বলা হয়। এর একক হলো বিপিএস বা বিট পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে যত বিট ট্রান্সফার হয়, সেটিই ব্যান্ডউইথ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিদেশি ইন্টারনেট সেবার মূল্য পরিশোধ সহজ কর‌ল কেন্দ্রীয় ব‌্যাংক

আপডেট: ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

বিদেশি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নি‌তে হ‌বে না। এখন থেকে ব্যাংকগুলো নির্দিষ্ট শর্ত মেনে সরাসরি অর্থ পাঠাতে পারবে। একই সঙ্গে বিদেশি ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স গ্যারান্টি ইস্যুর বিষয়টিও ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেখানে বলা হয়েছে, ব্যান্ডউইথ সেবা কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির কপি, বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস এবং অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী ব্যাংকে জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই করে ব্যাংকগুলো নিজেরাই অর্থ পাঠাবে। লেনদেন-সংক্রান্ত সব নথি ব্যাংকে সংরক্ষণ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চাইলে তা দেখাতে হবে। পাশাপাশি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মানতে হবে।

একই সার্কুলারে বিদেশি আমদানিকারক বা ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স বন্ড কিংবা গ্যারান্টি ইস্যুর সাধারণ অনুমোদনও দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন ছাড়াই স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরদের জন্য ব্যাংকগুলো গ্যারান্টি দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বিদেশি ঠিকাদারের স্থানীয় সরবরাহকারীদের জন্য সাব-কন্ট্রাক্টর থাকে, যাদের ক্ষেত্রে গ্যারান্টি প্রয়োজন হয়। এখন ব্যাংকগুলো সরাসরি এই গ্যারান্টি দিতে পারবে। এতে কাজের গতি বাড়বে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়বে।

আরও পড়ুন: আগস্টের ৩০ দিনে ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ আরও জানিয়েছে, ভুল বা অতিরিক্ত রেমিট্যান্স হলে প্রেরিত অর্থ দ্রুত ফেরত আনার বিষয়ে আবেদনকারী সংস্থার কাছ থেকে অঙ্গীকারনামা নিতে হবে।

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন নির্দেশনার ফলে ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে অনুমোদনের জন্য আর অপেক্ষা করতে হবে না। এতে সময় বাঁচবে এবং বৈদেশিক লেনদেন আরও সহজ হবে।

উল্লেখ্য, প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হয়, তাকে ব্যান্ডউইথ বলা হয়। এর একক হলো বিপিএস বা বিট পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে যত বিট ট্রান্সফার হয়, সেটিই ব্যান্ডউইথ।

ঢাকা/এসএইচ