০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সিএসআরে ব্যাংকের ব্যয় দুই মাসে কমেছে ১৫৯ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৩২৩ বার দেখা হয়েছে

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে ব্যাংকগুলো সিএসআরে ব্যয় করেছে ১৫০ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৩০৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যয় কমেছে ১৫৯ কোটি টাকা।

অন্যদিকে গত বছরের জুলাই-ডিসেম্বরে এ খাতে ব্যাংকগুলোর ব্যয় ছিল ৩০৬ কোটি টাকা।

আজ বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু এবং অন্যান্য খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় উল্লেখযোগ্য হারে কমে গেছে।

ব্যাংকাররা মনে করছেন, গত বছর ব্যাংকগুলোর নিট মুনাফা কমে যাওয়ার কারণেই সিএসআরে ব্যয় হ্রাস পেয়েছে। ২০২৪ সালে ১৬টি ব্যাংক কোনো নিট মুনাফা অর্জন করতে পারেনি, ফলে তারা সিএসআরে ব্যয় করতে পারেনি।

এ ছাড়া দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংক সিএসআর খাতে এক টাকাও ব্যয় করেনি।

বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে। গত দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয় করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সিএসআরে ব্যাংকের ব্যয় দুই মাসে কমেছে ১৫৯ কোটি টাকা

আপডেট: ০৩:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে ব্যাংকগুলো সিএসআরে ব্যয় করেছে ১৫০ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৩০৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যয় কমেছে ১৫৯ কোটি টাকা।

অন্যদিকে গত বছরের জুলাই-ডিসেম্বরে এ খাতে ব্যাংকগুলোর ব্যয় ছিল ৩০৬ কোটি টাকা।

আজ বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু এবং অন্যান্য খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় উল্লেখযোগ্য হারে কমে গেছে।

ব্যাংকাররা মনে করছেন, গত বছর ব্যাংকগুলোর নিট মুনাফা কমে যাওয়ার কারণেই সিএসআরে ব্যয় হ্রাস পেয়েছে। ২০২৪ সালে ১৬টি ব্যাংক কোনো নিট মুনাফা অর্জন করতে পারেনি, ফলে তারা সিএসআরে ব্যয় করতে পারেনি।

এ ছাড়া দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংক সিএসআর খাতে এক টাকাও ব্যয় করেনি।

বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে। গত দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয় করেছে।

ঢাকা/এসএইচ