শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: আখতার আহমেদ

- আপডেট: ০৩:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১০২২৫ বার দেখা হয়েছে
এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না উল্লেখ করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের দিয়ে শুরু হবে সংলাপ।
নির্বাচনী আচরণবিধিমালা এবং আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে কমিশনে সেই তালিকায় শাপলা প্রতীক নেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনের কাছে।
তিনি আরও বলেন, সংশোধিত প্রতীকের তালিকাতে শাপলা না থাকায় এনসিপি পাচ্ছে না এ প্রতীক। বিকল্প প্রতীকের আবেদন আহ্বান জানানো হয়েছে তাদের কাছ থেকে। তবে যেসব প্রতীক কমিশনের রয়েছে ওইসব প্রতীকের মধ্য থেকেই চাইতে হবে।
এর আগে ২২ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের নিবন্ধন এবং একইসাথে দলের প্রতীক শাপলাও পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জানা যায়, অনেকেই দাবি করেছেন বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। সেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। তবে এনসিপি বলছে, তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে।
ঢাকা/এসএইচ