লিন্ডে বিডির আয় কমেছে ৯৮ শতাংশ

- আপডেট: ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১০২২১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৯৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪০০ টাকা ১ পয়সা। গত বছর এক্সট্রা অর্ডানারি ইনকামের (মূল ব্যবসার বাইরের আয়) কারণে ইপিএসে বড় উল্লম্ফন ঘটেছিল। এবার সে আয় না থাকায় দুই বছরের আয়ে বিশাল ব্যবধান হয়েছে।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৪১৩ টাকা ৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০৮ টাকা ১৪ পয়সা।
ঢাকা/এসএইচ