০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধ পেল ডিএসই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১০২২৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
বুধবার (২২ অক্টোবর) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে এই বন্ধ পায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় বুধবার কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে কারখানা পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি বন্ধ পায়।
প্রতিনিধি দল জানায়, আজ বুধবার আরএসআরএমের কারখানা সরেজমিন পরিদর্শনকালে তা বন্ধ পাওয়া যায়।
ঢাকা/এসএইচ