০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৯৬ লাখ ৫০ হাজার শেয়ার উপহার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১০২১৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মঈন তার স্ত্রী ইফফাত হককে কোম্পানিটির ৯৬ লাখ ৫০ হাজার শেয়ার উপহার দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, গত ২১ অক্টোবর মোহাম্মদ আবদুল মঈন স্ত্রীকে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, যা ৩০ অক্টোবরের মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল।
গতকাল (২২ অক্টোবর) ডিএসইতে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৩ টাকা ৭০ পয়সা। এ হিসেবে উপহার দেওয়া শেয়ারের মূল্য দাঁড়ায় ১৩ কোটি ২২ লাখ টাকা।
ঢাকা/এসএইচ