০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিল গঠন করেছে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ১০২২৫ বার দেখা হয়েছে

ইসলামি শরিয়াহ্‌-ভিত্তিক সিকিউরিটিজের (আইএসবিএস) যথাযথ ইস্যু নিশ্চিত করা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং দেশের ইসলামি মূলধন বাজারের উন্নয়ন লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিল (এসএসি) গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বুধবার (২২ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক আদেশে ইসলামি শরিয়াহ্‌-ভিত্তিক উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ্‌ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২-এর ৪ ও ৫ নং বিধি অনুযায়ী এই কাউন্সিল গঠিত হয়েছে। বিধি অনুযায়ী, কাউন্সিলটিতে ৫ জন শরিয়াহ্‌ বিশেষজ্ঞ ও ৪ জন শিল্প খাতের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিশনের আদেশে নিম্নবর্ণিত ৯ সদস্যের নাম ঘোষণা করা হয়- খুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর শরিয়াহ্‌ বিশেষজ্ঞ প্রফেসর ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ; ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শরিয়াহ্‌ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী; মিরপুরে জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস শরিয়াহ্‌ বিশেষজ্ঞ মুফতি মাওলানা মাসউম বিল্লাহ; মালিবাগের জামিয়া শরিয়্যাহের সিনিয়র ডেপুটি মুফতি শরিয়াহ্‌ বিশেষজ্ঞ মুফতি আব্দুল্লাহ মাসউম, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, শরিয়াহ্‌ বিশেষজ্ঞ ড. এমডি রুহুল আমিন; ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ফিন্যান্স বিভাগের অধ্যাপক, ইউএসএ অর্থ ও ব্যাংকিং বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কবীর হাসান; সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার ওমর সাদাত; বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও মূলধন বাজার বিশেষজ্ঞ মো. এ. কে. মজিদুর রহমান; ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্স অফিসার, হিসাববিদ্যা বিশেষজ্ঞ মো. মোহাম্মদ আবদুল রহিম।

এছাড়া, উক্ত বিধিমালার ৩ নং বিধির উপ-বিধি (৫) অনুযায়ী, প্রফেসর ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ-কে শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিল গঠন করেছে বিএসইসি

আপডেট: ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ইসলামি শরিয়াহ্‌-ভিত্তিক সিকিউরিটিজের (আইএসবিএস) যথাযথ ইস্যু নিশ্চিত করা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং দেশের ইসলামি মূলধন বাজারের উন্নয়ন লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিল (এসএসি) গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বুধবার (২২ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক আদেশে ইসলামি শরিয়াহ্‌-ভিত্তিক উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ্‌ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২-এর ৪ ও ৫ নং বিধি অনুযায়ী এই কাউন্সিল গঠিত হয়েছে। বিধি অনুযায়ী, কাউন্সিলটিতে ৫ জন শরিয়াহ্‌ বিশেষজ্ঞ ও ৪ জন শিল্প খাতের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিশনের আদেশে নিম্নবর্ণিত ৯ সদস্যের নাম ঘোষণা করা হয়- খুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর শরিয়াহ্‌ বিশেষজ্ঞ প্রফেসর ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ; ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শরিয়াহ্‌ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী; মিরপুরে জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস শরিয়াহ্‌ বিশেষজ্ঞ মুফতি মাওলানা মাসউম বিল্লাহ; মালিবাগের জামিয়া শরিয়্যাহের সিনিয়র ডেপুটি মুফতি শরিয়াহ্‌ বিশেষজ্ঞ মুফতি আব্দুল্লাহ মাসউম, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, শরিয়াহ্‌ বিশেষজ্ঞ ড. এমডি রুহুল আমিন; ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ফিন্যান্স বিভাগের অধ্যাপক, ইউএসএ অর্থ ও ব্যাংকিং বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কবীর হাসান; সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার ওমর সাদাত; বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও মূলধন বাজার বিশেষজ্ঞ মো. এ. কে. মজিদুর রহমান; ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্স অফিসার, হিসাববিদ্যা বিশেষজ্ঞ মো. মোহাম্মদ আবদুল রহিম।

এছাড়া, উক্ত বিধিমালার ৩ নং বিধির উপ-বিধি (৫) অনুযায়ী, প্রফেসর ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ-কে শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

ঢাকা/এসএইচ