০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

‘আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক পথযাত্রার টোন সেটিং করবে’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ১০১৯২ বার দেখা হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।

বুধবার (০৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। এছাড়া, ভুয়া সাংবাদিক ঠেকাতে কিউআর কোড ব্যবস্থা রাখার কথাও জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।

নির্বাচনী সংবাদ সংগ্রহে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিতের ওপর জোর দিয়ে নির্বাচন কমিশনার বলেন, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আসন্ন নির্বাচন ও গণভোটের আয়োজনকে বিশাল কর্মযজ্ঞ এবং একটি আরেকটির পরিপূরক বলে অভিহিত করেন।

গণভোটের প্রক্রিয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই, তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

‘আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক পথযাত্রার টোন সেটিং করবে’

আপডেট: ১২:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।

বুধবার (০৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। এছাড়া, ভুয়া সাংবাদিক ঠেকাতে কিউআর কোড ব্যবস্থা রাখার কথাও জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।

নির্বাচনী সংবাদ সংগ্রহে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিতের ওপর জোর দিয়ে নির্বাচন কমিশনার বলেন, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আসন্ন নির্বাচন ও গণভোটের আয়োজনকে বিশাল কর্মযজ্ঞ এবং একটি আরেকটির পরিপূরক বলে অভিহিত করেন।

গণভোটের প্রক্রিয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই, তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।

ঢাকা/এসএইচ